৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১১:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
বিনা প্রতিদ্বন্দিতায় টংগিবাড়ীর চেয়ারম্যান কাজি ওয়াহিদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজি আব্দুল ওয়াহিদকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে আমার বিক্রমপুর কে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও টংগিবাড়ী উপজেলা উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

তিনি জানান, এর আগে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় তারা আপীল করেছিলেন। তবে তাদের আপিল আবেদন নাকচ হওয়ায় একক প্রার্থী হিসেবে কাজী ওয়াহিদকে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আগামী ১৬ মার্চ এই নির্বাচনে ভোটগ্রহণের কথা ছিলো। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি ও সোনারং টংগিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল। তবে, গেল ২০ ফেব্রুয়ারি স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাচ্চু মাঝি ও ঋণ খেলাপির অভিযোগে রাহাত খান রুবেলের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা। এরপর দুই প্রার্থী আপিল করলেও তা নাকচ হয়ে গেলে আওয়ামী লীগ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

বিনা প্রতিদ্বন্দীতায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হওয়ায় এখানে এখন আর ভোটের প্রয়োজন নেই।

error: দুঃখিত!