মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর ২০২৩, ডেস্ক (আমার বিক্রমপুর)
“ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু” শিরোনামে দৈনিক রজত রেখা, দৈনিক সভ্যতার আলো ও আমার বিক্রমপুর অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, আমাদের ইউনাইটেড ক্লিনিকে ভূল চিকিৎসায় জনৈক হাসানের স্ত্রীর নবজাতকের মৃত্যু হয়েছে।
প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকৃত পক্ষে ওই নারীর সিজার করার তারিখ ছিলো গত ৪ আগষ্ট, কিন্ত নির্ধারিত দিনের ৬দিন পর গত ১১ই আগষ্ট ওই নারীর তীব্র ব্যাথা উঠলে তাকে আমাদের ক্লিনিকে নিয়ে আসেন স্বজনরা। অবস্থা গুরুতর দেখে যথাসাধ্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়, তবে ওই নারীকে সুস্থ রাখা সম্ভব হলেও বিলম্ব চিকিৎসালয়ে আনার কারণে মৃত্যু হয় নবজাতকের। আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি ওই নারীর তৃতীয়কম সিজার।
এখানে ক্লিনিকের পক্ষ থেকে কোন ধরনের ভূল চিকিৎসা করা হয়নি। সংবাদে ভূল চিকিৎসার কথা উল্লেখ করলেও কি ধরনের ভূল চিকিৎসা করা হয়েছে তা উল্লেখ করতে সমর্থ হয়নি প্রতিবেদক।
এতে স্পষ্ট হয় যে মনগড়া তথ্যে প্রতিবেদক সংবাদ তৈরি করছে। এছাড়াও যেহেতু ক্লিনিকের কোন দোষ ছিলো না। সেজন্য তার স্বজনরা এবিষয়ে কোন আপত্তি জানায়নি আমাদের। স্বজনরা আমাদের উপর আস্থা রাখায় ওই নারীকে আমাদের ক্লিনিকেই ভর্তি রেখে বর্তমানে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবায় দীর্ঘদিন যাবত কাজ করে চলেছে ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজী। উপজেলার মানুষের কাছে ক্লিনিকটি স্বাস্থ্য সেবায় আস্থার ঠিকানা। এমতাবস্থায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ হওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ ও আমাদের চিকিৎসকের সম্মান ক্ষুন্ন হয়েছে। আমরা এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি।
-মো. সাইফুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক- ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজী, টংগিবাড়ী, মুন্সিগঞ্জ।