২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
পদ্মা সেতুর কর্মযজ্ঞ পরিদর্শন করেছেন চীনের সাবেক ৫ রাষ্ট্রদূত
খবরটি শেয়ার করুন:

পদ্মা সেতুর কর্মযঞ্জ পরিদর্শন করেছেন বাংলাদেশস্থ চীনা সাবেক পাঁচ রাষ্ট্রদূত। তাদের সঙ্গে চীনা এক গবেষক ছিলেন।

এ টিমটি মাওয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং কাজের খুটিনাটি খোঁজ খবর নেন।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘন্টা তাঁরা মাওয়ায় অবস্থান করেন। কাজের অগ্রতিতে উচ্চ পর্যায়ের এ দলটি সন্তোষ প্রকাশ করেন।
এ দলে ছিলেন বাংলাদেশস্থ চীনা সাবেক রাষ্ট্রদূত ওয়াং চুনগুই, হু এইনওয়েন, চি জাই, ঝেনং কিংডিন ও সিপিআইএফএ’র গবেষক ডু মিন।

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ছয় সদস্যে এ দলটি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্যাটেজিক স্ট্যাডিজের (বিআইআইএসএস) আমন্ত্রণে গতকাল রোববার বাংলাদেশে আসেন।

এ প্রসঙ্গে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের রাতে বাসসকে জানান, পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত মূল সেতুর কাজ ২০ শতাংশ অগ্রগতিসহ সব মিলিয়ে গড়ে সেতুর ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বিরামহীনভাবে চলছে দেশের সর্ববৃহত এই প্রকল্পটির কর্মযজ্ঞ।

error: দুঃখিত!