মুন্সিগঞ্জ, ১ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
প্রতি বছরের মতো এবারও মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়ায় ফকির লালনের পদ্মহেম ধামে বসছে সাধুসঙ্গের আসর। এবারের আসরে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ও অভিনেত্রী শবনম ফারিয়া।
পদ্মহেম ধাম লালন সাঁই বটতলার প্রতিষ্ঠাতা ও সভাপতি কবির হোসেন জানান, বিকাল ৩টায় লালন সাঁইজির অধিবাসের আগমনী গানের মধ্য দিয়ে শুরু হয়ে গানের আসর শেষ হবে রাত ২টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবুজাফর রিপন। উদ্ধোধক জেলা পুলিশ সুপার আসলাম খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, লতব্দী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ ফজলুল হক।
উল্লেখ্য, সাধুসঙ্গে দরবেশ নহির সাঁইসহ আরও অনেকে লালন বাণী পরিবেশন করবেন। এখানে দেশের নানান প্রান্তের লালন ভক্তরা লালন বাণী শুনতে হাজির হন।