১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা: কামারখাড়া চেয়ারম্যানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বিশ্বব্যাপী মরণব্যাধি করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি সমর্থন জানিয়ে সারাদেশের মতো মুন্সিগঞ্জে ঘরে থাকা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন হালদার।

রবিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার কামারখাড়া ও যশলং ইউনিয়নের কয়েকটি গ্রামে ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও সাধারণ ছুটি পর থেকে এ পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের ৬ হাজার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সহযোগিতা করেন চেয়ারম্যান মহিউদ্দিন।

খাদ্য বিতরণের সময় প্রত্যেকের হাতে ১০কেজি চাল, ১কেজি মুসুর ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ১কেজি লবণ, একটি সাবান ও মাক্স তুলে দেওয়া হয়।

এসময় ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন হালদার জানান, আমার ইউনিয়নের পাশাপাশি কয়েকটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমি আমার ইউনিয়ন বুঝি না যেখানে মানুষ খাদ্য অভাব বোধ করবে সেখানেই আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিবো।

এছাড়া এই খাদ্য সামগ্রী বিতরণের পর কেউ যদি বাদ পড়ে যায়, তারা যেনো আমাকে ফোন করে তাহলেই আমি বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে আমার একটি জমি বিক্রি করা হয়েছে ইতোমধ্যে। আমার আশেপাশের কেউ না খেয়ে থাকবে তা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। প্রয়োজনে আমার সবটুকু দিয়ে তাদের পাশে থাকবো আমি। এছাড়া এসময় তিনি উপস্থিত মানুষকে সচেতন করতে সরকারের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

error: দুঃখিত!