মুন্সিগঞ্জ, ১০ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ নতুন কোন ‘করোনা পজেটিভ’ রোগীর রেজাল্ট পাওয়া যায়নি। তবে নতুন ২ জন মৃতের খবর পাওয়া গেছে এবং নতুন করে সুস্থতার তালিকায় যোগ হয়েছেন ৭ জন। মুন্সিগঞ্জে আজ পর্যন্ত সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১২৮৮ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বুধবার (১০ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলায় নতুন করে ১ জন ও সিরাজদিখান উপজেলার ১ জনের করোনায় মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বুধবার, ১০ জুন, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ৫৭০ | ১৮ | ১৩৪ |
গজারিয়া | ১৩৩ | – | ৩৬ |
টংগিবাড়ী | ১০৩ | ৫ | ২৮ |
লৌহজং | ১৬৩ | ৪ | ২০ |
সিরাজদিখান | ১৭৪ | ৩ | ৬৩ |
শ্রীনগর | ১৪৫ | ১ | ৪৭ |
সর্বমোট- ১২৮৮ | সর্বমোট- ৩১ | সর্বমোট- ৩২৮ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৯ জুন) ৬৪২৬ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৮৭১ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১২৮৮, মৃত ৩১, সুস্থ ৩২৮ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৫৫৫ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।