১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন মৃত্যু ২, সুস্থ ৭
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ নতুন কোন ‘করোনা পজেটিভ’ রোগীর রেজাল্ট পাওয়া যায়নি। তবে নতুন ২ জন মৃতের খবর পাওয়া গেছে এবং নতুন করে সুস্থতার তালিকায় যোগ হয়েছেন ৭ জন। মুন্সিগঞ্জে আজ পর্যন্ত সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১২৮৮ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বুধবার (১০ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় নতুন করে ১ জন ও সিরাজদিখান উপজেলার ১ জনের করোনায় মৃত্যু হয়েছে।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বুধবার, ১০ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৫৭০১৮১৩৪
গজারিয়া১৩৩৩৬
টংগিবাড়ী১০৩২৮
লৌহজং১৬৩২০
সিরাজদিখান১৭৪৬৩
শ্রীনগর১৪৫৪৭
 সর্বমোট- ১২৮৮সর্বমোট- ৩১সর্বমোট- ৩২৮
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৯ জুন) ৬৪২৬ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৮৭১ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১২৮৮, মৃত ৩১, সুস্থ ৩২৮ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৫৫৫ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!