মুন্সিগঞ্জ, ১১ আগষ্ট, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
৫ বছর পেরিয়ে ৬ বছরে পদার্পণ করেছে মুন্সিগঞ্জের শীর্ষ অনলাইন গণমাধ্যম ‘আমার বিক্রমপুর’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (১১ আগষ্ট) মঙ্গলবার বেলা ৩ টায় মুন্সিগঞ্জ শহরের ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি প্যালেসের ৩য় তলায় ‘গুনীজন সম্মাননা-২০২০’ অনুষ্ঠান আয়োজন করেছে কতৃপক্ষ।
এবছর ১৫টি ক্যাটেগরিতে সর্বমোট ৪৫ জনকে ‘গুনীজন সম্মাননা’ দেয়া হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় প্রেসক্লাবের সহ সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ইষ্টার্ন ইউনিভার্সিটি’র উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালযয়ের প্রাক্তন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রবীণ আইনজীবি ও বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, বিশিষ্ট শিক্ষাবিদ খালেদা খানম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ‘আমার বিক্রমপুর’ এর প্রকাশক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।
উক্ত অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।