মুন্সিগঞ্জ, ১৮ মার্চ, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে চালের দাম ৫ঘন্টার ব্যবধানে কেজিতে ৫টাকা বৃদ্ধি পেয়েছে। মুন্সিগঞ্জ বাজারে বিভিন্ন চালের দোকানে ঘুরে দেখা যায়, চাল উঠানোর হিড়িক পড়েছে। মনে হচ্ছে প্রত্যেকটি চালের দোকানে দিনভর চাল মজুদ করার প্রতিযোগিতায় মেতেছে।
ইতোমধ্যে গোডাউন ও দোকানে চালের মজুদ শেষ করে ফেলেছে। সাধারণ মানুষের মধ্যে চালের দাম বৃদ্ধিতে চরম উৎকন্ঠা বৃদ্ধি পেয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে কয়েকটি দোকানে মুন্সিগঞ্জ জেলা তথ্য অফিসার মো: মনির হোসেনকে নিয়ে বাজার পরিদর্শনকালে এমন তথ্য মেলে। দোকানদারদের অভিযোগ সাধারণ লোকজন দোকানে এসে ৫ বস্তা চাল চাইলে আমরা তো আর জিজ্ঞেস করব না কেন ৫বস্তা চাল নিবেন। আমরা দিয়ে দিচ্ছে। অন্যান্য উপজেলায়ও চালের দাম বৃদ্ধির খবর পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা জানিয়েছেন তাদেরকে প্রবাসীরা জানিয়েছেন তারাও একমাস যাবৎ বাসায় বন্দি। বাংলাদেশেও সকলকে এক মাসের জন্য বন্দি অবস্থায় থাকতে হবে। তাই এক মাসের চাল ডালসহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে ঘরে মজুদ করার জন্য জানিয়েছেন। যেহেতু বাহিরে বের হওয়া যাবে না সেহেতু এক মাসের সকল নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে আনছি। যাতে করে আর আমাদের ঘরের বাইরে যেতে না হয়।
অপরদিকে চালের আমদানী স্থল রিকাবী বাজারে মিল কারখানাগুলোতেও বিক্রির হিড়িক পড়েছে। ফলে চালের দাম কয়েক ঘন্টায় ৫টাকা বৃদ্ধি পেয়েছে। চালের দাম বৃদ্ধির খবর পৌছে গেছে সর্বত্র। কে কত চাল কিনতে পারে এমন প্রতিযোগিতা চলছে। অপরদিকে এই সুযোগে চাল ব্যবসায়ীরা ৪-৫টাকা করে বৃদ্ধি করে দিয়েছেন চালের দাম।
মুন্সিগঞ্জ বাজারের চালের দোকানদার বলেন, নতুন চাল উঠবে তখন চালের দাম কমে যাবে। পুরাতন চাল আরৎদারের কাছে শেষ পর্যায় তাই চাল মজুদ করার হিড়িক পড়েছে। অপরদিকে চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে চাহিদা বেড়েছে পূর্বের তুলনায় ৪-৫গুন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার জানান, চালের দাম বৃদ্ধি করার কোন সুযোগ নেই। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।