১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
খবরটি শেয়ার করুন:

মহান বিজয় দিবস ২০১৫ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে সড়কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে দলীয় সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এর পর ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বুধবার সকালের দিকে তিনি ৩২ নম্বরের বাড়িতে আসেন। সেখানে কিছুক্ষণ অতিবাহিত করে নেতাকর্মীদের খোঁজখবর নেন তিনি।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ এবং দলীয় সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

error: দুঃখিত!