মুন্সিগঞ্জ, ১৫ জুলাই, ২০২১, সাইফুল ইসলাম শিথিল (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পুরা বাজার এলাকায় ২০ মণ ওজনের সাদা-কালো রাজা’র দাম উঠেছে ১০ লাখ টাকা।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গরুটি দেখতে ভিড় করছে সাধারণ মানুষ ও ক্রেতারা।
ফ্রিজিয়ান জাতের ‘রাজার’ দৈর্ঘ্য ৮ ফিট এবং উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি। ওজন আনুমানিক ২০-২২ মণ। গায়ের রং সাদা-কালো।
গরুর মালিক রহিম ঢালী আদর করে গরুর নাম রেখেছেন রাজা। তিনি গরুর দাম হাকিয়েছেন ১০ লাখ টাকা। রহিম ঢালী জানান, গত ৩ বছরে শত ব্যস্ততার মাঝে গরুটি লালন-পালন করে কোরবানির জন্য উপযোগী করে তুলেছেন তিনি। ছোলা, মাষকলাই, মসুর ডালের গুঁড়া, ভুসি, খৈল, ভুট্টা, খুদের ভাত ও কাঁচা ঘাস হলো রাজা’র প্রতিদিনের খাবার।
গরুটি কিনতে চাইলে অথবা দেখতে গরুর মালিক রহিম ঢালী এই নাম্বারে (০১৯২০২১১৩৫৪) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।