২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:৪১
Search
Close this search box.
Search
Close this search box.
২য় কাশ্মির যুদ্ধের ৫০ বছর উদযাপন করল পাকিস্তান
খবরটি শেয়ার করুন:

চিরবৈরি ভারতের সঙ্গে সংঘটিত দ্বিতীয় কাশ্মির যুদ্ধের ৫০তম বার্ষিকী পালন করল পাকিস্তান। ইসলামাবাদ রোববার দিবসটি উদযাপন করে।

প্রতিবছর ডিফেন্স ডে হিসেবে ঘোষিত ৬ই সেপ্টেম্বরের এ দিনটিতে ভারতের সঙ্গে দ্বিতীয় কাশ্মির যুদ্ধে সেনাদের অবদান আর অস্ত্রবিরতির কথা স্মরণ করা হয়। পাকিস্তান সরকারের দাবি, তাদের সেনারা ভারতীয় সেনাদের আগ্রাসন রুখে দিতে সমর্থ হয়েছিল।

রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। অন্যান্য নগরীতেও একই কর্মসূচি পালন করা হয়।

যুদ্ধে নিহত প্রায় ৪ হাজার সেনার প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পূর্বাঞ্চলের লাহোর নগরীতে যুদ্ধ বীরদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বিমান বাহিনীর জঙ্গি বিমান সারাদেশে বিমান উড্ডয়নের বিভিন্ন কৌশল প্রদর্শন করে।

১৯৬৫ সালের আগস্ট ও সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে দ্বিতীয় এ যুদ্ধ সংঘটিত হয়। দুটি দেশই যুদ্ধে জয়ী হওয়ার দাবি করে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপে ওই যুদ্ধ শেষ হয়।

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে দুই দেশের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে। এর মধ্যে দুটিই হয়েছে কাশ্মিরকে নিয়ে। ভারত ও পাকিস্তান কাশ্মীরের দুটি অংশ নিয়ন্ত্রণ করে। যদিও উভয় দেশ কাশ্মীরের পূর্ণ মালিকানা দাবি করে।

error: দুঃখিত!