২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৭:০৮
১৫ সিনেমা হলে কত আয় করলো ‘পুড়ে যায় মন’
খবরটি শেয়ার করুন:

সাইমন-পরীমণির শুরুটা হতে পারতো অন্য রকম। এই জুটির প্রথম ছবি ‘রানা প্লাজা’ প্রথমে মুক্তি পেলে দর্শক আগ্রহ থাকতো বেশি। জুটির প্রথম ছবি হিসেবে মুক্তি পেলো ‘পুড়ে যায় মন’। দুর্বল প্রচারণার ছবিটি কোনো জুটির প্রথম ছবি হিসেবে যুতসই নয়। রোমান্টিক ছবি। বানিয়েছেন অ্যাকশধর্মী ছবির পরিচালক অপূর্ব রানা।

বছরের প্রথম মাসের প্রথম ছবি ‘মাটির পরী’র নায়ক সাইমন মাসের শেষ ছবি ‘পুড়ে যায় মনে’রও নায়ক। মাসটি মোটেও ভালো যায়নি তার। প্রথম ছবির মতো দ্বিতীয় ছবিও ভুগেছে দর্শক খরায়। নায়িকা পরীমণি ছবি মুক্তির সপ্তাহে বিতর্কে জড়ালেও টানতে পারেননি দর্শক।

মন্দা ব্যবসায়িক পরিস্থিতিতে ‘পুড়ে যায় মন’ নতুন কোনো চমক সৃষ্টি করতে পারেনি। ‘পোড়া মনে’র আদলে ছবিটি নির্মাণ করা হলেও সুপারহিট ছবিটির ধারে-কাছেও যেতে পারেনি ‘পুড়ে যায় মন’। দিনশেষে ছবিটির পুঁজি তুলে আনাই কষ্টকর হবে। ছবিটির প্রথম দিনের আয় বিশ্লেষণ করলে অন্তত এমনটাই মনে হয়। সপ্তাহের বাকি দিনগুলোতে ঘুরে দাঁড়াতে না পারলে অপূর্ব রানাকে এ যাত্রায় সতীর্থদের মন্দভাগ্যই বরণ করতে হবে।

‘নয়া মাস্তান’, টর্চার, অভিশপ্ত রাত, পালাবার পথ নেই, ‘গোপন শত্রু’, ‘জীবণে তুমি মরণেও তুমি’ ইত্যাদি ছবির পরিচালক অপূর্ব রানার নতুন ছবি ‘পুড়ে যায় মন’ ঢাকা ও ঢাকার বাইরে মুক্তির প্রথম দিনে কেমন ব্যবসা করলো আসুন দেখে নেই। ২৯ জানুয়ারি শুক্রবার দেশের ১৫টি সিনেমা হলের প্রথম দিনের আয় নিচে তুলে ধরা হলো।

কুষ্টিয়ার বনানী সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ২৪ হাজার টাকা। বগুড়ার সনিয়া সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ২২ হাজার টাকা। জয়দেবপুরের উল্কা সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ৩৮ হাজার টাকা। হোমনার মুন সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ২৫ হাজার টাকা। যশোরের মণিহার সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ৪০ হাজার টাকা।

লক্ষীপুরের হ্যাপি সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ২২ হাজার টাকা। মধুপুরের কল্লোল সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ১২ হাজার টাকা। ভৈরবের মধুমতি সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ২০ হাজার টাকা। জামালপুরের মনোয়ার সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ২০ হাজার টাকা। বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ৪০ হাজার টাকা।

নেত্রকোণার হিরামন সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ৩০ হাজার টাকা।
খুলনার চিত্রালী সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ১৯ হাজার টাকা। খুলনার সঙ্গীতা সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ২৬ হাজার টাকা। ডেমরার রাণীমহল সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ৬৫ হাজার টাকা। ঢাকার চিত্রামহল সিনেমা হলে মুক্তির প্রথম দিনে ‘পুড়ে যায় মন’ ব্যবসা করেছে ৫২ হাজার টাকা।

error: দুঃখিত!