মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে আজ রোববার সারাদেশ হরতাল পালন করছে জামায়াতে ইসলামী। তবে রাজধানী ঢাকায় এ হরতালের কোনো প্রভাব পড়েনি। প্রতিদিনের মতোই আজ সকাল থেকে সড়কে চলছে যানবাহন। হরতালের রাস্তা ফাঁকা থাকার পরিবর্তে কিছু কিছু স্থানে দেখা যাচ্ছে যানজট।
যানবাহন বা জনজীবনে হরতালের কোনো প্রভাব দেখা না গেলেও ব্যাঘাত ঘটেছে শিক্ষা কার্যক্রমে। আজকের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলোর তারিখ পরিবর্তন করে সাধারণ শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষার জন্য আগামীকাল সোমবার নেওয়া হবে। এছাড়া মাদ্রাসা বোর্ডের আজকের স্থগিত পরীক্ষাটি আগামী ২২ মে নেওয়া হবে।
হরতাল উপলক্ষে ঢাকার কোথাও জামায়াত-শিবির কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি। হরতালের প্রথম ৬ ঘণ্টায় কোথাও কোনো মিছিল ও পিকেটিংয়ের খবরও পাওয়া যায়নি। রাজধানীর ব্যস্ত কোনো সড়কে অবস্থান নেয়িন জামায়াত-শিবিরের কোনো কর্মী। অন্যদিকে হরতালে নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকার বিভিন্ন সড়কে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন র্যাব সদস্যরাও।
এদিকে হরতালে নাশকতা ঠেকাতে গতকাল শনিবার বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অতিরিক্ত চেকপোস্ট বসিয়েছে পুলিশ। মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী বহনে সতর্ক করছে তারা। এছাড়া কাউকে সন্দেহ হলেই চালানো হচ্ছে তল্লাশি।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, সব ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত আছি। সাদা পোশাকের পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত অন্য সংস্থার সদস্যদের সঙ্গেও কাজের সমন্বয় করা হচ্ছে। কাউকে সন্দেহ জলে তল্লাশিও করা হচ্ছে।
গত কয়েকটি হরতালে সড়কে ব্যক্তিগত যানবাহন দেখা না গেলেও আজকের হরতালের চিত্র ভিন্ন। সকাল থেকেই রাজধানীতে ব্যক্তিগত যানবাহন দেখা যাচ্ছে। যানজটও প্রতিদিনের মতোই।
বিভাগীয় শহরগুলোতেও এই হরতালের তেমন প্রভাব পড়েনি। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের শহরগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও ব্যাংক ও অন্যান্য ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক নিয়মে চলছে।
তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, হরতালের সময় যাত্রী কম থাকায় দূরপাল্লার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ সকাল থেকে দূরপাল্লার কোনো বাস টার্মিনাল ছেড়ে যায়নি। তবে আশপাশের বিভিন্ন জেলার কিছু বাস যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে টার্মিনাল ছেড়ে গেছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হরতাল ডেকে ওই দিনই গণমাধ্যমে বিবৃতি পাঠায় দলটি। রোববার সকাল ৬ টা থেকে শুরু হওয়া এ হরতাল আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের সই করা ওই বিবৃতি বলা হয়, জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যেই এই সংগঠনের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তি চায় দেশের জনগণ। দেশে বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং ইসলামী সমাজ কায়েমের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন তিনি। তার দেশপ্রেম সর্ব মহলে স্বীকৃত। জনগণের উন্নতি ও অগ্রগতির জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন এই নেতা। দেশের জনগণ তাকে ভালোবাসেন।
অ্যাম্বুলেন্স, মরদেহবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগে জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলার সব রায়ের পরও হরতাল করেছে জামায়াত। প্রথম দিকে এসব কর্মসূচিতে ব্যাপক নাশকতা হলেও সাম্প্রতিক সময়ে হরতালের মধ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।