২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৪৪
হরগঙ্গায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান কোর্স সমাপণী অনুষ্ঠান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ জানুয়ারি, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জেরঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজে বর্নাঢ্য আয়োজনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান ৪র্থ বর্ষের কোর্স সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) এ উপলক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হলরুমে সকালে আলোচনা সভা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় কলেজের শিক্ষক ও বিভাগের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাই তালুকদার।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মুন্সী সিরাজুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোক্তার হোসেন, সহকারী অধ্যাপক মোসামৎ ফরিদা আক্তার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন।

আরও বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নুর জাহান আক্তার, মোঃ আমিনুল ইসলাম।

বক্তব্যে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য পাঠচর্চায় মনোযোগী হওয়ার পাশাপাশী ভবিষৎ ও কর্মজীবনে আর্দশবান মানুষ হয়ে দেশের মঙ্গলে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত রায়হান সাকিব ও নুসরাত জেরিন মুন।

error: দুঃখিত!