১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩৫
স্বামী রেখে ভালোবেসে বিয়ে; মুন্সিগঞ্জে গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ জানুয়ারি, ২০২৩, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকালে সিরাজদিখানের বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর এলাকায় স্বামী জিহাদের বসত ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রিয়ামনি (১৯) খাসমহল বালুচর এলাকার আব্দুল খালেকের বড় মেয়ে। গ্রেপ্তারকৃত জিহাদ হোসেন (২৪) পার্শ্ববর্তী গ্রামের হোসেন মোতালেবের ছেলে।

এ ঘটনায় সিরাজদিখান থানায় আটক অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের হয়েছে।

সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেছেন।

নিহত প্রিয়ামনির মা মুক্তা মালা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে ভালোবেসে ফুসলিয়ে আগের স্বামী থেকে ভাগিয়ে নিয়ে আসে জাহিদ। এরপর বিভিন্ন সময় আমার মেয়েকে শারীরিক ও মানসিক যন্ত্রণা করতো সে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ প্রিয়ামনি প্রথম স্বামী সাদ্দামকে ছেড়ে ভালোবেসে জিহাদের সঙ্গে পালিয়ে এসে বিয়ে করে। আড়াই মাস আগে তাদের বিয়ে হয়। শুক্রবার সকালে বর্তমান স্বামী জাহিদের সঙ্গে ঝগড়া হয়। পরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করলে পরিবার জানাজা ও দাফন সম্পন্ন করেছে।

গ্রেপ্তারকৃত জিহাদ হাসানকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

error: দুঃখিত!