৪ ডিসেম্বর ঢাকায় মুক্তি পেয়েছে সোহম চক্রবর্তী অভিনীত ‘ব্ল্যাক’। ছবিটি অনেক বিতর্কের পর মুক্তি পায়। ছবিটির ব্যবসা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ঢাকার নায়কদের সাথে তুলনা চলছে সোহমের।
টিভি থেকে সিনেমায় পা দেয়া নায়কদের সঙ্গেও সোহমের তুলনা চলছে। একটি সিনেমা হলের প্রথম দিনের আয় থেকে আমরা দেখার চেষ্টা করবো সোহম ও ঢাকার নায়কদের ছবি তুলনামূলক কার ছবি কেমন ব্যবসা করছে।
ঢাকার অভিজাত ‘বলাকা’ সিনেমা হলে মুক্তির প্রথম দিন শুক্রবার ‘ব্ল্যাক’ আয় করেছে ৮২ হাজার টাকা। একই সিনেমা হলে অপূর্ব অভিনীত ‘গ্যাংষ্টার রিটার্নস’ ব্যবসা করেছে ৩৭ হাজার টাকা। সজল অভিনীত ‘রানআউট’ ব্যবসা করেছে ৭২ হাজার টাকা। ইমন অভিনীত ‘অন্তরঙ্গ’ ব্যবসা করেছে ৫৬ হাজার টাকা।
‘ব্ল্যাক’ ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ। সোহমের বিপরীতে অভিনয় করেছেন মিম।