মুন্সিগঞ্জ ৭ নভেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার টংগিবাড়ী-সোনারং ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) টংগিবাড়ী বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৫১ সদস্য করে ৯ টি ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়।
টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু উপস্থিত থেকে প্রতিটি ওয়ার্ড কমিটির নব-নিবার্চিত নেতাকর্মীদের হাতে ৫১ সদস্য কমিটির তালিকা তুলে দেন।
ইউনিয়নটির সভাপতি শাহাজাহান কাজী সারুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাহাত খান রুবেলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, সহ-সভাপতি এমিলি পারভিন, প্রচার সম্পাদক নবীন কুমার রায়, সদস্য হাজী মোঃ ইব্রাহিম বেপারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।