৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:০৮
সেন্সরে কুসুম ও প্রসেনজিতের ‘শঙ্খচিল’
খবরটি শেয়ার করুন:

দুই বাংলার শিল্পীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘শঙ্খচিল’। সম্প্রতি চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। এরপর সম্পাদনার কাজ শেষে চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য গত সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের কসুম শিকদার ও ভারতের প্রসেনজিৎ। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘শঙ্খচিল’ ছবির শুটিং শুরু হয় গত বছরের ৩ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তে।

এ ছাড়া এ ছবিতে অভিনয় করছেন মামুনুর রশীদ, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, দীপংকর দে, অরিন্দম শীল, অনুম রহমান প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘শঙ্খচিল’ ছবিটির পরিবেশক আশীর্বাদ চলচ্চিত্র। ‘শঙ্খচিল’ ছবির চিত্রনাট্য লিখেছেন সায়ন্তনী পুততুন্ড।

সীমান্তবর্তী এলাকায় একটি পরিবারের গল্প নিয়ে ‘শঙ্খচিল’ ছবির কাহিনি গড়ে উঠেছে। ছবিতে ফুটিয়ে তোলা হবে ১৯৪৭ সালে দেশ বিভাগের পরবর্তী দুই বাংলার সীমান্ত পাড়ের মানুষের জীবনকাহিনি। ছবিতে প্রসেনজিৎ ভূগোল শিক্ষকের চরিত্রে, মামুনুর রশীদ স্কুলের প্রধান শিক্ষকের চরিত্রে ও কুসুম শিকদার প্রসেনজিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন।

error: দুঃখিত!