১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:০৬
সুযোগ বুঝে চার্জার ফ্যানের দাম বাড়তি, ধরলো ভোক্তা অধিকার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ জুলাই, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে অভিযান পরিচালনা করে চার্জার ফ্যানের দাম বেশি রাখায় জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।

সংস্থাটির সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদরের সুপার মার্কেট এলাকায় চার্জার ফ্যান বিক্রয়কারী প্রতিষ্ঠান সমূহে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এর নেতৃত্বে ওয়ালটন শোরুমে দেখা যায় যে, ১২ ইঞ্চি চার্জার ফ্যানের এম আর পি ২ হাজার ৯৫০ টাকা ছিলো কিন্তু চার্জার ফ্যানের চাহিদা বাড়ার পরে তারা ৩ হাজার ৩০০ টাকায় একই ফ্যান বিক্রয় করছেন।

ভিশন শোরুমে দেখা যায় যে, তারা চার্জার ফ্যান সহ অন্যান্য পণ্যের মোড়কে এম আর পি উল্লেখ করছেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকেই ১০ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করেন।