মুন্সিগঞ্জ, ১৭ আগস্ট, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
আজ বুধবার বিকালে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে কাচারি এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কাচারি এসে মিলিত হয়।
এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফছারউদ্দিন ভুইয়া, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।