২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:১৩
সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়ন আ.লীগের সম্মেলন; সভাপতি নেকবর, সা. সম্পাদক মিজানুর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৪ অক্টোবর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে মীর্জা হায়দার নেকবরকে সভাপতি ও মোঃ মিজানুর রহমানকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

বুধবার (২৩অক্টোবর) বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর্জা হায়দার নেকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজ্বী মহিউদ্দিন আহমেদ।

সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগ অর্থ সম্পাদক ও মধ্যপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেযারম্যান এ্যাডভোকেট আবুল কাসেম, মোঃ হুমায়ুন কবির, মোঃ আনিছুর রহমান মৃধা, মাহবুব আলম খান, মোহামুদুল্লাহ শেখ, মোঃ বাবুল হাওলাদার, শফিকুল ইসলাম বাবু প্রমুখ ।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। এসময় মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!