৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:৩০
সিরাজদিখানে সড়ক দূর্ঘটনায় নিহত ২
খবরটি শেয়ার করুন:

ইউনিয়নের কালিনগরে বালুচর -বেতকা সড়কে মাহেন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮ টায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় রাকিব হোসেন (১৮), সে উপজেলার খাশমহল বালুচর গ্রামের মৃত নেকবর হোসেনের ছেলে। রাকিব মাহেন্দ্র গাড়ির হেলপার ছিল বলে জানাযায়। আহত ২ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকতা ইয়ারদৌস হাসান জানান, মাহেন্দ্র বেতকার দিকে যাচ্ছিল ও অটো রিকশা বালুচর দিকে আসছিল। এক শিশু রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে মাহেন্দ্র টার্নিং করলে অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাতে অটো রিকশার ২ যাত্রী গুরুতর আহত হয়। রাকিব মান্দ্রেতে বসা ছিল মাহেন্দ্র রাস্তার বাইরে উল্টে খাদে পরলে রাকিব মাহেন্দ্রর নীচে চাপা পরে ঘটনাস্থলে নিহত হয় অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

error: দুঃখিত!