মুন্সিগঞ্জ ৪ ডিসেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবাষির্কী পালিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা ডাকবাংলোয় যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী ফেরদৌস আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন।
এছাড়া আরো ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী, লতব্দী ইউনিয়ন যুবলীগ সভাপতি আলাউদ্দিন মাদবর, রসুনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.সাদ্দাম হোসেন।
এছাড়া উপজেলা আ.লীগ, যুবলীগ ছাত্রলীগসহ উপজেলার নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।