২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৩০
সিরাজদিখানে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রী’র আত্মহত্যা
খবরটি শেয়ার করুন:

মায়ের সঙ্গে অভিমান করে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি রাজবংশী (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

দুপুর ২ টার দিকে বসত-ঘরের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ওই শিক্ষার্থী।

লতব্দী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী বৃষ্টি ওই গ্রামের জীবন রাজবংশীর মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে স্কুল থেকে বাড়িতে ফিরেই মোবাইল ফোন নিয়ে কথা বলছিল ছাত্রী বৃষ্টি। এ সময় তার মা মোবাইল ফোনে কথা বলতে বারন করে। মায়ের কথায় অবাধ্য হয়ে বৃষ্টি মোবাইল ফোনে কথা বলতে থাকে। এতে তার মা গালমন্দ করে। পরে স্কুল ছাত্রী বৃষ্টি নিজ বসত-ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন স্কুল ছাত্রীর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

error: দুঃখিত!