২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৬:৩৬
সিরাজদিখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ, মুন্সিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, উপজেলা ক্যাবের সভাপতি সামসুজ্জামান পনির, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ভোক্তার অধিকারের দিকে খেয়াল রাখতে হবে। ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের নজরদারি বাড়াতে হবে। ভোক্তার স্বার্থের দিক খেয়াল রেখে সকল পণ্য উৎপাদন ও বাজারজাত করতে হবে।

এছাড়া সেমিনারে সেবাদানকারী সংস্থাগুলোকে ভোক্তার স্বার্থ অক্ষুন্ন রাখার আহবান জানানো হয়।