মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেদে পল্লীতে থানা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
রোববার (৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান বাজার সংলগ্ন ইছামতি নদীর তীরে বেদে পল্লীতে ৩৭ টি বেদে পরিবারের মাঝে থানা পুলিশের পক্ষে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন ওসি বোরহান উদ্দিন।
ঈদ উপহারের মধ্যে রয়েছে- পোলার চাল, পিঁয়াজ, তেল, সেমাই, চিনি, গুঁড়ো দুধ ও কিচমিচ।
এসময় সাথে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আজহারুল ইসলাম, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, সিরাজদিখান বাজার বণিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আলম খান প্রমুখ।