মুন্সিগঞ্জ ২৬ অক্টোবর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় সিরাজদিখান থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালি থানা হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে থানা প্রাঙ্গনে এসে আলোচনা সভা’র মাধ্যমে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কমিনিউটি পুলিশিং কমিটির সিরাজদিখান শাখার সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আ: মতিন হাওলাদার, বিকল্পধারা সিরাজদিখান থানার সভাপতি এটিএম রুহুল আমিন হাওলাদার, লতব্দী ইউপি সাবেক চেয়ারম্যান হাফেজ ফজলুল হকসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানা উপ-পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল হক হাওলাদার, উপ-পরিদর্শক (অপারেশন) কাজী রমজানুল হক। কমিনিউটি পুলিশিং এর বিভিন্ন ওয়ার্ডের সদস্যগন, সুশীল সমাজ ও সাংবাদিকগণ। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।