২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:১৫
সিরাজদিখানে আ. লীগের কর্মীসভায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
খবরটি শেয়ার করুন:

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে আওয়ামী লীগের কর্মীসভা চলাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ সংঘর্ষ চলে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান আমার বিক্রমপুর ডট কমকে জানান, এ ঘটনায় চার আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতয়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় খিদিরপুর গ্রামে আওয়ামী লীগের কর্মীসভা চলছিল। সে সময় বাক-বিতণ্ডার একপর্যায়ে আসন্ন লতব্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস এম সোহরাব হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতব্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফজলুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সে সময় দু’টি মোটরসাইকেল ও কর্মীসভার বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

error: দুঃখিত!