মুন্সিগঞ্জের চরমুক্তারপুর এলাকায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি, শাহ সিমেন্টসহ বিভিন্ন শিল্পকারখানার পণ্য বোঝাই ট্রাক প্রতিদিন রাখা হচ্ছে মুন্সিগঞ্জ-ঢাকা সড়কে।
এতে সাধারণ যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রোগী পরিবহনে। ট্রাফিক পুলিশও এসব নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বলে জানান জেলা সদর ট্রাফিক ফাঁড়ি পুলিশের ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কাউসার আলম ও কামরুল ইসলাম বেগ।
জানা গেছে, চর-মুক্তারপুর এলাকায় ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর-(মুক্তারপুর সেতুর) ঢালের পাশেই সিমেন্ট কারখানাগুলোর পণ্যবাহী ট্রাক রাখা হচ্ছে মুন্সিগঞ্জ-ঢাকা সড়ক দখল করে।
এতে এ সড়কের এ অংশে বাস, ট্রাকসহ হাজারো যানবাহনে থাকা সাধারণ যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব সমস্যার সঠিক সমাধান না হলে বৃহত্তম আন্দোলনে নামবেন বলে প্রশাসনকে হুশিয়ারি দিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।
অন্যদিকে সিমেন্ট কারখানাসহ বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত গ্যাসে এলাকার পরিবেশ ঝুঁকিতে পড়েছে। এলাকাবাসী এ সমস্যা সমাধানে প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম) জানান, সিমেন্ট ফ্যাক্টরিসহ গড়ে উঠা অন্য শিল্পকারখানাগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে সাধারণ মানুষ ও যাত্রীদের। ইতোমধ্যে জেলা সদর ট্রাফিক পুলিশ ও থানা পুলিশকে সরকারি রাস্তা মুক্ত রাখতে সিমেন্ট ফ্যাক্টরিগুলো ও মালিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন।