আসন্ন পৌর নিবার্চনে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী বাছাই সম্পন্নহয়েছে। আজ শনিবার বেলা ১০টার সময় ৭ সদস্যের কমিটি করে জেলা আইনজীবি সমীতির অডিটরিয়ামে প্রার্থী বাছাই শুরু হয়। বেলা ১টার সময় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান নেতাকর্মীদের সামনে দলীয় প্রার্থী হিসাবে ফয়সাল আহম্মেদ বিপ্লব এর নাম ঘোষণা করেন।
সাত সদস্যের কমিটির সদস্যরা হলেন, সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আফসার উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ মো: কবির হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল মতিন, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান।
এ সময় কমিটির সদস্য ও সংসদ সদস্য মৃনাল কান্তি দাস উপস্থিত ছিলেন না।