মুন্সিগঞ্জ, ৩ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে সর্বশেষ তথ্যে আজ সারাদিনে আরও ৪৯ জন নমুনা পরীক্ষায় সনাক্তকৃত ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে সর্বমোট সংক্রামিত রোগীর সংখ্যা ১৬৬ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (৩ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- রোববার, ৩ মে এপ্রিল, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ৬৮ | ৪ | ১ |
গজারিয়া | ১৯ | – | ০ |
টংগিবাড়ী | ১২ | ২ | ০ |
লৌহজং | ১৬ | ১ | – |
সিরাজদিখান | ২৯ | – | ২ |
শ্রীনগর | ২২ | – | ১ |
| সর্বমোট- ১৬৬ | সর্বমোট-৭ | সর্বমোট- ৪ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৩ মে) ৯৫০ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৮৭ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৬৬, মৃত ৭, সুস্থ ৪ জন। রেজাল্ট বাকি আছে ১৬৩জনের।
১৬৬ জনের মধ্যে ৬ জনের করোনা সংক্রমণের খবর নিশ্চিত হওয়া গেছে তারা মারা যাওয়ার পর। আর একজন করোনা পজেটিভ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।