১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ১:৪৫
সরকারি হরগঙ্গা কলেজে বসন্ত উৎসব
খবরটি শেয়ার করুন:

শেখ রাসেলঃ ফাল্গুনের প্রথমদিনে ঋতুরাজ বসন্ত কে সাদরে বরণ করেছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারী হরগঙ্গা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিন প্রিয় বসন্তের আগমনে বাসন্তি লাল রংয়ে সাথে হলুদ গাদা ফুলে সেজে উঠেছিল বিদ্যাপীঠটির শিক্ষার্থীরা। ছাত্রীদের কারো কারো মাথায় দেখা গেলো রঙিন ফুলের মুকুট। বয়স যে মনের রং প্রকাশে বাধা হতে পারেনা তার প্রমান দেখা গেল কয়েক জন শিক্ষক-শিক্ষিকাদের মাঝে। কেওবা পড়েছে পাঞ্জাবি কেওবা বাসন্তি রঙের শাড়ি।

এদিকে বেলা তখন ১২টার কাছাকাছি “বনের ফুল ফুটুক, মনের কড়িঁ ফোটাও, জাগো তারুন্য প্রাণ-প্রকৃতির তাড়নায় গীত গাও” স্লোগানে বিদ্যাপীঠটির ছাত্রছাত্রীদের সংগীত চর্চায় গড়ে উঠা সংগঠন “সংগীত চক্র” এর আয়োজনে গান, নৃত্য, কবিতার মাধ্যমে বসন্তকে বরণের প্রস্ততি তখন প্রায় শেষ জামতলা খ্যাত আযীম উদ্দীন মঞ্চে । বেলা তখন ১২টা সংগীত চক্রের একদল শিল্পীর সমবেত কন্ঠে গেয়ে উঠলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হয়েছেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষিক-শিক্ষিকারা। কলেজের আযীম উদ্দিন স্মৃতি মঞ্চ থেকে গানের সুর তখন ছড়িয়ে পড়ছে পুরো কলেজ জুড়ে। আর মঞ্চের আশপাশেও তখন রংয়ের ছড়াছড়ি। শিক্ষার্থীদের কেওবা সেল্ফি কেওবা আবার সদলবলে গ্রুপ ছবি তুলতে ব্যস্ত ।

সংগীত চক্রের শিক্ষিকা শারমিন নাহার অনন্যা জানালেন, বসন্তকে বরাবর রঙিন ভাবেই দেখি, বসন্তই সকলের মাঝে রং নিয়ে আসে। তাই সে রং ছড়িয়ে পরুক সবার মাঝে এটাই আমরা চাই।

সত্যি সত্যি বসন্তের আগমন যে রং নিয়ে আসে বসন্তের প্রথম দিনে তাই দেখা গেল এই বিদ্যাপীঠটির আঙ্গিনায়।

error: দুঃখিত!