মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর পেট্রোলপাম্প থেকে শহর পর্যন্ত ২কিলোমিটার নতুন সড়কের উদ্বোধন করা হয়েছে।
অাজ ১৪ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১১টা’র দিকে সড়কটির অানুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
স্বাধীনতার পর থেকেই এই সড়কটির স্থায়ী সমাধানের দাবী ছিলো এ অঞ্চলবাসীর। প্রায় অাড়াই বছরের প্রচেষ্টায় সড়কটির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। এতে প্রায় ৪কোটি টাকা ব্যায় হয়েছে।- এ কথা বলেছেন মৃণাল কান্তি দাস।
তিনি এসময় অারও বলেন, পঞ্চসারবাসীর জন্য অামি অারও উন্নয়নের ছক করে রেখেছি। তারা তাদের চাহিদার সব কিছুই পাবে।
তিনি ইউপি নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, পঞ্চসারবাসী অামাকে ভালোবেসে ৮টি মেম্বার উপহার দিয়েছে। তারা নৌকায়ও ভোট দিয়েছিলো, কিন্তু প্রশাসনিক কারসাজির মাধ্যমে নৌকাকে পরাজিত করা হয়েছে।
এসময় প্রকল্প পরিচালক ও প্রকৌশলি মামুন সহ স্থানীয় ও জেলাপর্যায়ের রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।