১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:১১
Search
Close this search box.
Search
Close this search box.
সবার উপরে রোনালদো
খবরটি শেয়ার করুন:

এবার অফিসিয়ালি রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার লেভান্তের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে দুর্দান্ত এক গোল করেন তিনি। সেইসঙ্গে ছাড়িয়ে যান ক্লাবের সাবেক কিংবদন্তি রাউল গঞ্জালেজকে।

লেভান্তের বিপক্ষে রোনালদোর গোলটি ছিল রিয়ালের জার্সিতে ৩২৪তম। এজন্য ৩১০ ম্যাচ খেলতে হয়েছে সিআর সেভেনকে।

তার আগে দীর্ঘদিন রিয়ালের সর্বোচ্চ গোলের আসনটি দখল করে রেখেছিলেন রাউল। ১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলে ৩২৩ গোল করেছিলেন তিনি। সেজন্য খেলতে হয়েছিল ৭৪১ ম্যাচ।

রোনালদো, রাউলের পর ৩০৫ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রিয়ালের তিন নাম্বারে অবস্থান করছেন আলফ্রেডো ডি স্টিফানো। ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ৩৯২ ম্যাচ খেলে ৩০৫ গোল করেছিলেন তিনি।

শনিবার লেভান্তের বিপক্ষে রিয়ালের জয়টা আসে ৩-০ গোলে। রোনালদোর আগে ২৭ মিনিটে প্রথম গোলটি করেছিলেন মার্শেলো। আর দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে তিন নাম্বার গোলটি করেন জেসে।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান রিয়াল মাদ্রিদের।

error: দুঃখিত!