২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:২৪
সদরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদরের সোলারচর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে দগ্ধসহ ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার(০৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ককটেলের আঘাতে দগ্ধ আজাদ (২৮) নামে এক যুবককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোলারচর গ্রামের মোস্তফা মিজি এবং সাবেক মেম্বার সাহেদ মিজি’র লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও মামলা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দুপুরে ও বিকেলে দুই দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোমেন ভূঁইয়া জানান, দুপুরে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে সোলারচর গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিকেলে দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়।
এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!