১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগর থেকে শহর পর্যন্ত ৪লেন সড়ক করার ঘোষনা ওবায়দুল কাদেরের
খবরটি শেয়ার করুন:

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সার্চ কমিটি নিয়ে বিএনপি নিজেরা নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। তারা এক নেতা অপর নেতাকে সন্দেহ করছে।

একদিকে বিএনপির মহাসচিব বলছেন, সার্চ কমিটি ব্যর্থ হবে। অপরদিকে বিএনপি নেতা মওদুদ আহম্মেদ বলছে সার্চ কমিটি দিয়ে কিছু একটা হবে।

আমরা বলেছি মহামান্য রাষ্ট্রপতি যা সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ন সমথন রয়েছে। ফলে বাংলাদেশ আওয়ামীলীগ বিশ্বাস করে আগামী জাতীয় সংসদ নির্বাচন নারায়গঞ্জের মত মডেল নির্বাচন হবে।

শুক্রবার সকালে টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের তৈলকাই ব্রীজ উদ্বোধন শেষে এসব কথা বলেন।

এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন মানব সেতুতে চরে যে ধৃষ্টতা দেখিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ সেটা বরদাস্ত করবেনা। তাকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাছাড়া তিনি মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য জেলার শ্রীনগরের ছনবাড়ী থেকে মুন্সিগঞ্জ শহর পর্যন্ত সড়কটির ফোর লেন করার ঘোষণা দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দেন।

এ সময় অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. লাবলু মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, লৌহজং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, টংগিবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, টংগিবাড়ী-সোনারং ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি ও টংগিবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান ডিউক।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা বিভাগের ঢাকা সার্কেলের তত্তাবধায়ক সবুজ উদ্দিন খান জানান, বালিগাঁও-টংগিবাড়ী সড়কের তৈলকাই সেতুটি হচ্ছে ৪৮ দশমিক ৮০ মিটার। এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৩৭ লাখ টাকা।

error: দুঃখিত!