১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১০:০৪
Search
Close this search box.
Search
Close this search box.
পঞ্চসারে সাংসদ মৃণালের কম্বল বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের সর্ববৃহৎ ইউনিয়ন পঞ্চসারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ৩অাসনের সাংসদ ও বাংলাদেশ অাওয়ামীলীগের জাতীয় নেতা অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

অাজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩হাজার ব্যাক্তির মধ্যে কম্বল বিতরণ করে তিনি এ কর্মসূচি শেষ করেন।

কম্বল বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মৃণাল কান্তি দাস বলেন, ‘পঞ্চসারে অাওয়ামীলীগের নাম ব্যবহার করে কেউ সাধারণ মানুষের ক্ষতি করবে এটা অামি করতে দিবো না। অামি এ কথা অাগেও বলছি, অাবারও বলছি। এই লেবাসধারীরা যারা দিনের বেলায় মুজিব কোর্ট পরে ঘুড়ে বেড়ায় অার রাতে বিএনপির সাথে অাতাত করে তাদেরকে অাওয়ামীলীগ ক্ষমতায় যখন থাকবে না তখনও একইভাবে প্রতিহত করবো।’

এসময় তার সাথে স্থানীয় ও জেলা পর্যায়ের অাওয়ামীলীগ সহ অন্যন্যা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!