৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | ভোর ৫:৪৪
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে ৩৬০০পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ মে, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুুুুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৩৬০০পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সপ্তাহ ব্যাপী বিতরন ব্যাবস্থার শেষদিন ছিল ৪ মে সোমবার। এইদিন সকাল ১০ টায় বেজগাও বালুর মাঠ, সেকান্দর পাড়া ও ফেরিঘাট খদ্য গুদাম এলাাকায় ৩০০ কর্মহারা পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব হাসান শেখ খোকন , শ্রীনগর উপজেলা যুবলীগের সদস্য সোহেল রাজ, ছাত্রনেতা অনিক ইসলাম, জাহাঙ্গীর মেম্বার, হাসেম মৃধা, মিজান মেম্বার জাহাঙ্গীর আলম ও মো শহিদুল ইসলাম শহিদ।

জানা যায়, মুন্সিগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ সভাপতি আলহাজ্ব হাসান শেখ খোকনের উদ্যোগে গত কয়েকদিন যাবৎ পাটাভোগ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বাছাইকৃত ৩৬০০ পরিবারকে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এবিষয়ে আলহাজ্ব হাসান শেখ খোকন বলেন, করোনা ভাইরাসের এই দুঃসময়ে আমি সম্পুর্ন নিজস্ব অর্থায়নে অসহায় মানুষদেরকে কিছু সেবা দেওয়ার চেষ্টা করছি।

ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক রানা চোকদার ও সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম শহিদ জানান ইতিমধ্যে তারা জুসুরগাও, কুশরীপাড়া, ভিকারীদেশ, কামারখোলা, মুড়ুপাড়া, ফৈনপুর ও ছোট বেজগাওসহ মোট ৯ টি গ্রামের ১৮০০ লোককে দিয়েছেন নগদ ৫০০ টাকা করে। ইউনিয়নের অন্যান্ন গ্রামগুলোর মধ্যে থেকে বাছাইকৃত ১৫০০ পরিবারকে দেওয়া হচ্ছে ১০ কেজি করে চাল।

error: দুঃখিত!