১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৩৫
শ্রীনগরে শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ আগষ্ট, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)

জাতির পিতা বঙ্গবন্ধু’র জৌষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭১তম জন্মদিন উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার কলেজ গেট এলাকায় আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর।

উপজেলা তাতী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দিপকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর সিকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. টিংকু শেখ, যুবলীগ সদস্য মো. মামুন উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোয়াজ্জেম শেখ, কৃষকলীগ নেতা আলী আক্কাস মাদবর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, ওলামা লীগের সভাপতি আলীনূর শেখ, সাধারণ সম্পাদক আব্দুর রব, মুক্তিযোদ্ধা প্রযন্মলীগের সভাপতি রাতুল, সাধারণ সম্পাদক শাওন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি দেলোয়ার খান, সাধারণ সম্পাদক এসএমবি সজিব, তরুণ লীগের সভাপতি তুহেল খান, সাধারণ সম্পাদক নয়ন শীল, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি এসএম অমিত, সাধারণ সম্পাদক আরেফিন নিঝুম, আওয়ামী ছাত্র পরিষদের সভাপতি অন্তর দত্ত, সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি কাজী শাহিন, সাধারণ সম্পাদক জুয়েল সরকার প্রমুখ।

error: দুঃখিত!