মুন্সিগঞ্জ, ৯ জুলাই, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের আইন অমান্য করায় অষ্টম দিনে ৩ টি ভ্রাম্যমান আদালত ৪৩ টি মামলা দায়ের করেছে। মামলাগুলো থেকে জরিমানা আদায় হয়েছে ২১ হাজার ৪শ টাকা।
গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) দিনভর ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণব কুমার ঘোষ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ।
এসময় ভ্রাম্যমান আদালতের সাথে সেনাবাহিনী, র্যাব, পুলিশ,আনসার ও উপজেলার স্কাউটের টিম দায়িত্ব পালন করেছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জানান, চলমান লকডাউনে বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলার ১৪টি ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া পুলিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট বসিয়ে নির্দেশনা বাস্তবায়ন করবে।