২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:০১
শ্রীনগরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়া এলাকার শ্মশান কালী মন্দিরের ৫ টি প্রতিমা ভাংচুরের প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র-যুব ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে শ্রীনগর উপজেলার ৩ দোকান এলাকায় উপজেলার দোহার সড়কে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শ্রীনগর উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লক্ষণ মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সম্পাদক বলরাম বাহাদুর, শ্রীনগর উপজেলার ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি তাপশ কুমার দাস, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহিদুর রহমান, শ্রীনগর ছাত্রলীগ নেতা বারেক খান, সুমন দাস, অধির দত্ত প্রমুখ। এছাড়া শ্রীনগর উপজেলার শতাধিক নারী-পুরুষ এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ-মিছিলে অংশ গ্রহন করেন।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজ পাড়া এলাকার শ্মশান কালী মন্দিরের ৫টি প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতের যে কোন সময় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

error: দুঃখিত!