মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বাগড়া বাজার সংলগ্ন শ্রী শ্রী বাসুদেব জিউর বিজ্ঞ মন্দিরে চুরি হয়েছে। বুধবার গভীর রাতে এ চুরি হয়।
মন্দিরের সাধারণ সম্পাদক অধির রাজ বংশী জানান, গেইট ও তালা ভেঙে ১ ভরি স্বর্ণ, ২ ভরি রুপা ও দান বাক্স থেকে ৫-৬ হাজার টাকার মতো চুরি হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেইট ও তালা মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।