মুন্সিগঞ্জ, ১ আগষ্ট, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বাঘড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ফ্রান্স প্রবাসী মাসুদ খান জিলেন এর সৌজন্যে এ অর্থ প্রদান করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাঘড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নূর ইসলাম মাষ্টারের নিজ বাড়িতে ৪০ টি পরিবারের প্রত্যেককে নগদ ৫’শত টাকা করে প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ শাজাহান খান, সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজবংশীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জানা যায়, ইতিপূর্বে প্রবাসী মাসুদ খান জিলেন বাঘড়ায় ৪০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা, বাঘড়া ২ নং ওয়ার্ডের মুসল্লিদের যাতায়াতের জন্য ৩ টি মসজিদে বাঁশের সাকো, শ্রীনগর থানায় ৫’শত মাস্ক ও ১১০ টি হ্যান্ড জেলি, শ্রীনগর প্রেস ক্লাবে ১’শত ৫০টি মাস্ক ও ৩০ টি হ্যান্ড জেলি বিতরণ করেছেন। আয়োজকরা জানান ভবিষ্যতে বাঘড়া ইউনিয়নে তার সহযোগীতা অব্যাহত থাকবে।