২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৫৫
শ্রীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৭ নভেম্বর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার জশুরগাওয়ের একটি পুকুর থেকে মনির হোসেন (৪২) নামে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ওই এলাকার একটি পুকুরে মনির হোসেনের দেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খরব দেয়। ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা লাশটি উদ্ধার করে। মনির হোসেন ওই এলাকার মৃত নেবু শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, মনির হোসেন মাছ চাষের ওই পুকুরটিতে কেয়ারটেকার হিসাবে কাজ করত। সকাল ১০টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিকাল ৫ টার দিকে স্থানীয়রা তার লাশটি উদ্ধার করে। সাঁতার জানার পরও পানিতে ডুবে তার মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূইয়া জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

error: দুঃখিত!