মুন্সিগঞ্জ, ১৩ জুন, ২০২০, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে ওই গ্রামের মো. আব্দুল্লাহর শিশুপুত্র সাফায়েত হোসেন (৩) বাড়ির লোকজনের অজান্তে খেলার ছলে একটি মগ নিয়ে পুকুর ঘাটে পানি আনতে গিয়ে অথৈ পানিতে ডুবে যায়।
প্রায় আধাঘণ্টা পর তার স্বজনরা পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদা আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।