২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:৪৬
শ্রীনগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধনী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২২ পালন উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (২০ মার্চ) বেলা ১১ টা’র দিকে উপজেলার ষোলঘর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তোহা মো. শাকিল।

জানা যায়, উপজেলার মোট ২৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থায়ী কেন্দ্র থেকে ৫ থেকে ১৮ বয়সী প্রায় ৬৩ হাজার ৮৮২ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

উদ্বোধনী সভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, ষোলঘর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হান্নান, ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান রিটন, উপজেলা স্বাস্থ্য পরির্দশক আব্দুল কুদ্দুস, মো. ফিরোজ আলম, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।

error: দুঃখিত!