১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:৩৭
শ্রীনগরে আ.লীগের সম্মেলনে প্রদর্শন করা অস্ত্র জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে পুলিশের সামনেই প্রকাশ্যে শর্টগান দেখিয়ে প্রতিপক্ষকে হুমকি প্রদান করার ঘটনায় অস্ত্রটি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়াতুল ইসলাম ভুঞা ‘আমার বিক্রমপুর’ কে জানান, তার প্রদর্শন করা অস্ত্রটি বৈধ। তার নামে একটি শর্টগান ও পিস্তলের লাইসেন্স রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনার পরে গতকাল রাতেই অস্ত্র জব্দ করা হয়েছে। সেটি এখন থানা হেফাজতে রয়েছে।

অস্ত্র প্রদর্শন করা ষোলঘর ইউপি চেয়ারম্যানের ভাই নজরুল ইসলাম মাহির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে ওসি জানান, সেটা উর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের পরে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ কোন অভিযোগ করেনি।

উল্লেখ্য, গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরীর বক্তৃতাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে নিজের লাইসেন্স করা শর্টগান প্রদর্শন করে হুমকি প্রদান করেন ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুল ইসলামের ভাই নজরুল ইসলাম মাহি।

এসময় নজরুল ইসলামের পাশেই মঞ্চের উপর দাঁড়িয়ে দেখছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়াতুল ইসলাম ভুঞা। ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। তবে অস্ত্র প্রদর্শনের বিষয়টি দেখেও না দেখার ভান করছেন।

error: দুঃখিত!