মুন্সিগঞ্জ, ১৭ ডিসেম্বর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের বাস্তবায়নে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহযোগিতায় মহান বিজয় দিবস-২০২২ পালন করা হয়েছে।
গতকাল ১৬ ই ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টার সময় গোল্ডেন সিটিতে আলোচনা সভা ও রচণা, ক্রীড়া ,চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশনের মহান বিজয় দিবস পালন করা হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউট অফ স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মো. রাজিব হাওলাদার, প্রোগ্রাম সুপারভাইজার মোহাম্মদ আল-আমিন, মনিকা রাজবংশী, নিশু আক্তার মারজিয়া আক্তার লাবণ্য।
এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।