মুন্সিগঞ্জ, ১৬ জুন, ২০২০, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের টুনিয়ামান্দ্রায় অমিত বাহিনীর অন্যতম সদস্য মো. তাজল (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে টুনিয়ামান্দ্রা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজল ওই গ্রামের মো. সারফুল বেপারীর ছেলে।
স্থানীয়রা জানায়, গত ২৬ মে সকালে পূর্ব শত্রুতার জের ধরে টুনিয়ামান্দ্রা গ্রামের হাজী শুকুর আলী বেপারী পরিবারের ওপর একই গ্রামের মো. লুৎফর খানের ছেলে অমিত খান ও তার সহযোগিদের হামলার ঘটনায় মোট ৭ জন গুরুতর আহত হয়।
পরে শুকুর বেপারী বাদী হয়ে শ্রীনগর থানায় অমিত গ্রুপের প্রধান অমিতসহ মোট ১৩ জনকে এজাহারভুক্ত আসামী করে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত তাজল ওই মামলার ৫নং আসামী।
অপর একটি সূত্র জানায়, লকডাউনের সময় রাস্তায় গাছের গুড়ি ফেলে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করাসহ এলাকায় মাদক কেনা বেচা ও সেবনের অভিযোগ রয়েছে গ্রুপটির বিরুদ্ধে। তাদের এসব অপকর্মে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পাননা।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার অপারেশন ওসি মো. কামরুজ্জামান জানান, ওই গ্রুপের অন্যতম সদস্য তাজলকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে মুন্সিগঞ্জ কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।