শ্রীনগরে ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
শুক্রবার দুপুরে শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা শারমিন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমের হস্তক্ষেপে বিয়েটি বন্ধ হয়।
জানা গেছে,উপজেলার কেয়টখালী গ্রামের দুবাই প্রবাসী মোঃ স্বপন মিয়ার মেয়ে হাসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী উম্মে হাবিবা (১২) এর সাথে ঢাকায় বসবাসরত এক ছেলের সাথে বিয়ে ঠিক হয়। শুক্রবার মেয়ের পরিবার বিয়ের আয়োজন করে। বাল্যবিয়ের সংবাদ পেয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম বিয়ে বাড়িতে হাজির হন। এসময় সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা শারমিন পুলিশ পাঠিয়ে বিয়েটি বন্ধ করে দেন।